ঈদের দিনত ।। আশরাফুল আলম

 


গগন বুকে উঠল শশী রমজান শেষে
সবার মুখে ফুটল হাসি আনন্দের রেশে।
বেদন গেল খুশি যে এল করি কোলাকুলি 
এমন দিনে খোদার কথা কেমনে তা ভুলি।

আজকের এই ঈদের দিনে 
গরীব ধনী এক সমান।। 
মনত হামার বইছে খুশির বান।

চোখে সুরমা,গায়ে আতর
কি আনন্দ হিয়ার ভিতর,
বুকের সাথোত বুক মিলি
করমো হামরা কোলাকুলি 
ভুলিয়া যামো মান-অভিমান।।

মনের দুঃখ ভুলি আজ
পরিয়া সগায় নয়া সাজ
এক কাতারে একসাথে বসি
পরমো নামাজ মিলিমিশি
দোয়া করমো খুলিয়া পরাণ।।

অসহায় আর এতিম অনাথ 
আদর করি বোলামো হাত
করিয়া খুশির ভাগাভাগি 
মানবতা উঠবে জাগি
দূর হয়া যাক মনের পেরেশান।। 




Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।