কম্প্রোমাইজ ।। বিপুল রায়


হঠাৎ পখি উড়ি যাবু--
                জানা ছিল না!

জানিলে পোষ মানালুং না হয়
মনের মতন করি,
         ভবিষ্যতের কথা ভাবি...

সম্পর্কের ভিটা নষ্ট হলে
    ছাঁয়ার মতন জাপ্টে ধরে--
মান-অভিমান, গোঁসা-বেজার!

বীজগণিতিক সুত্রে মিলে না
              সব অংকের হিসাব,
থাকি যায় অনেক অংক
      অইন্য সুত্রের অপেক্ষায়...
 
সবসমায় জিত হয় না
কিছু হার মানি নেওয়াও দরকার।

‘কম্প্রোমাইজ’ নামে একটা শব্দ আছে
যার সৎ-ব্যবহার করা উচিৎ--
                পরিস্থিতি অনুযায়ী।

তুই পখি কম্প্রোমাইজ করিলু না!

তারিখ: ১০.০৬.২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post