সুবিধাবাদী, সাধু তুমি,
ভেতরে বেজায় ভণ্ড,
পাঁকা ধানে মই দিয়ে,
জীবন করো পণ্ড।
বাইরে তুমি বেশিই আপন,
ছোঁয়াতে গেলো কষ্ট,
মিষ্টি কথা বিষ মিশিয়ে,
পথ করে দাও ভ্রষ্ট।
প্রয়োজনে নামটি জপো,
লুঙ্গি কাছনা করে,
মিটে গেলেই অচেনা তুমি,
ফেলেই দাও ঐ ভাগারে।
বলছি তোমায়, শোনো তুমি,
পেয়ো না আবার লজ্জ্বা,
ঠাট্টা করেই লিখছি কবিতা,
খোলা আছে কিন্তু দরজা।
আতিক মেসবাহ্ লগ্ন
১ জুন ২০২১; রাত ৯ টা২৯ মিনিট