কবি ।। শৈলি রাফিয়াইনাম

 
 গেলে ছলচাতুরী লাগে না
কবি হতে গেলে জটিলতা লাগে না
কবি হতে গেলে চালাক হতে হয় না
কবিরা বোকা হওয়াই বেশ ভালো। 

কবি হতে হলে সহজ হতে হয় 
কবি হতে হলে সরল হতে হয়
কবি হতে হলে সংসার পুড়তে হয় না
কবি হতে হলে সংসার গড়তে হয়।

কবিরা মুগ্ধতা খোঁজে না
কবিরা স্নিগ্ধতা খোঁজে 
কবিরা হিংসে জানে না
কবিরা ভালবাসতে জানে
কবিরা ধ্বংস করতে  জানে না
কবিরা কেবল সৃষ্টি করতে  জানে

কবিদের চোখে আগুন থাকে না
কবিদের চোখে পানি থাকে
সেই পানি দিয়ে নিভিয়ে দেয় সব দুখের আগুন..
কবিরা কাঁদে না
কবিরা হাসে, প্রাণ খুলে হাসে

কবিরা খাঁচার পাখিদের আকাশে মুক্ত করে 
কবিরা অ্যাক্যুরিয়ামের মাছ কে সাগরে ছাড়ে
কবিরা গাছের পাতা ছেড়ে না..
আবার ছিড়ে যাওয়া পাতা গাছে জোড়া লাগানোর কৃত্রিমতাও দেখায় না..
কবিরা ঝরে যাওয়া পাতা যত্ন করে তুলে রাখে
কবিরা মায়ার বীজ বুনে ভালবাসা চাষ করে

হায় কবি! 
দিনশেষে তবুও তোমাকে ভালবাসার মানুষের বড়ই অভাব।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।