ছায়াবৃক্ষ ।। রেদ্ওয়ান আহমদ

 

আজ আমি চলে যাবো এক পাহাড় ঘেরা সবুজবৃক্ষ তটে,
চলে যাবো মহাসমুদ্রের কোনো অজানা স্রোতে।
কখনো ফুলের ঘ্রাণে, কখনো জলের ঘাটে,
কখনো বা নোনা বারির জীবাশ্ম মালার আপন নীড়ে।
কখনো ফুটাবো দুঃখির হাড়িতে হর্ষ ধ্বনি,
কখনো মুছবো যুদ্ধে হারানো মাতৃহারার গ্লানি।
আমি যে এসেছি খোঁড়া বোনের পায়ে আলতা পরাতে,
আমি যে এসেছি অন্ধ ভাইয়ের দৃষ্টি ফিরাতে।
আমি আছি অমানিশার এক শুভ্র আভায়,
আছি আছি আলোর-উল্কা ধাচের মায়ার ছায়ায়।
আমি আছি সন্তানহারার ছেঁড়া আচলের বাঁধে,
আমি আছি, সমুদ্র ঘেরা মহা তরঙ্গে।
আমি হতে চাই স্বামীহারা বিধবার সাদা শাড়ির থান,
আমি হতে চাই অনাহারীর ক্ষুধিত আহার ও সুখের গান।
বঞ্চিতের লাগি বিলিয়ে দেবো আমি, আমার এই প্রাণটুকুন,
জাদুর পরশ রেখে যাবো এক, গড়ে যাবো ধরা সুনিপুণ।
আমি চাই সেই রাখালির ভাঙ্গা বাঁশিতে উঠুক সুরেলা ধ্বনি,
উঠুক ঐ ভাঙ্গা তরিতে ছেড়া পালের গুটি।
পৃথিবী ভরে যাক উষ্ণ মায়ার আচল-তলে পুণ্য সম্ভাবনায়,
পৃথিবী ভরে যাক মনোবেদনাহীন বদান্যতায়।
উঠুক আকাশে-বাতাসে নির্যাতিতের আনন্দ রোল,
ক্রীতদাসের ঘরে উঠুক গোটা পৃথিবীর হাসির কল্লোল।
আমি তাদের হয়ে কথা বলতে এসেছি,
আমি তাদেরই জন্য এক ছায়াবৃক্ষ রোপেছি।

রেদ্ওয়ান আহমদ 
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।