আমাদের ছেলেবেলা
শরতের ছড়া
হোকনা নতুন করে
আজ তাই পড়া।
সাদা সাদা মেঘগুলো
ভাসে নীল আকাশে
যেনো সাদা তুলো দিয়ে
খুশি রং মাখা সে।
শরতের নদী তীর
কাশফুল দুলছে
তার সাথে শিউলির
মনটাও খুলছে।
হাটে মাঠে ঘাটে আজ
শরতটা ডাকছে
খোকা রং তুলি দিয়ে
সেই ছবি আঁকছে।
সোমা মুৎসুদ্দী
লেখক ও আবৃত্তিকার
নন্দনকানন, চট্টগ্রাম।