একটি পথশিশুর কথা ।। লাইজু আক্তার

 
রোদ্রের দাপট আর বৃষ্টির ঝংকার,
কোনটাই পারে না কো ক্ষুধা মোদের মিটাবার৷
তাইতো রাস্তার ধারে,
পার্কের মোরে,
কিংবা কোন ক্যাম্পাসে ঘোরা,
মানুষ মোদের বলে তাই টোকাই,পথশিশু আর অসভ্যে না কি সেরা৷
যতই নাম দেও বলি ভাই,
ক্ষুধার সাথে আমরা একাই শুধু করিনা লড়াই৷
তোমরা যারা রাজপ্রাসাদে এমপি,মন্ত্রী আছো,
ক্ষুধা নিবারণের জন্যই কিন্তু অফিস-আদালতে ছুটো৷
শুধু ভাবনাটা ভিন্ন,
তোমরা ভাব সুদূর ভবিষ্যতের কথা,
আমরা তখন একমুঠো খাবারের আশায় সহ্য করি হাজারো ব্যথা ৷
তোমাদের শিশুরা যখন ভাবে হবে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার,
মোদের তখন শীতে কাপড় নেই,পায়ে জুতা নেই,নেই ঘরে খাবার৷
এই কথাগুলো কি ভেবেছ কেউ একবার?
বড় বড় বাজেট কর,
ব্রীজ,সেতু,শিক্ষা,ডিজিটাল হবে দেশ,
মোদের তরে নেই কোন ভাবনা,নেই কোন বাজেট ৷
তাই আজও রাস্তার শিশু মোরা রাস্তায় করি দিবা-রাত্রী শেষ৷
তবু পাই না কো মাথা উঁচু করে বাঁচার অধিকার,
নিয়তি আর বাস্তবতার কাছে হেরে যাই বারবার৷
তাই শুধু শুনে শুনে যাই,
পথে-ঘাটে ঘুরে ফিরে হরেক রকম নাম পাই৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।