কাঁঠাল, জাম আর হিজল গাছে
ছাওয়া এ গ্রাম,
কুঁড়িয়েছি কাঠা ভরে
কত পাকা আম।
করেছি খেলা কত
পুতুল দিয়েছি বিয়ে,
করেছি তারে যতনে বরণ
শামুকের মালা দিয়ে।
দল বেঁধে বিলে গিয়ে
তুলিয়া এনেছি শালুক,
পুড়িয়ে খেয়েছি সবাই
ভরেছে পরান বুক।
ডাকিয়া এনেছি প্রিয় সই
সাজিয়ে দেবে পুতুল,
আদর করে দিয়েছি খোঁপায়
কাগজের ফুল।
রাত জেগে বসে বসে
গেঁথেছি পুঁথির মালা,
নারকেলের সলা দিয়ে
হাতের দিয়েছি বালা।
কেঁদে ফুলিয়েছি দু'চোখ
পুতুলের বিয়ে শেষে,
ফিরিয়ে আনিয়া আবার
বরণ করেছি হেসে।