পুতুলের বিয়ে ।। রবিউল ইসলাম


কাঁঠাল, জাম আর হিজল গাছে 
ছাওয়া এ গ্রাম, 
কুঁড়িয়েছি কাঠা ভরে 
কত পাকা আম। 
করেছি খেলা কত 
পুতুল দিয়েছি বিয়ে, 
করেছি তারে যতনে বরণ 
শামুকের মালা দিয়ে। 
দল বেঁধে বিলে গিয়ে 
তুলিয়া এনেছি শালুক, 
পুড়িয়ে খেয়েছি সবাই 
ভরেছে পরান বুক।
ডাকিয়া এনেছি প্রিয় সই 
সাজিয়ে দেবে পুতুল, 
আদর করে দিয়েছি খোঁপায় 
কাগজের ফুল। 
রাত জেগে বসে বসে 
গেঁথেছি পুঁথির মালা, 
নারকেলের সলা দিয়ে 
হাতের দিয়েছি বালা। 
কেঁদে ফুলিয়েছি দু'চোখ 
পুতুলের বিয়ে শেষে, 
ফিরিয়ে আনিয়া আবার 
বরণ করেছি হেসে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।