অমাবস‍্যার রাত ।। হামিদুল ইসলাম।

 

ভোরের মেঘগুলো যখন ছিঁড়ে ছিঁড়ে পড়ে 
আমি শুনতে পাই পাখিদের অলস ঘুমের সুবাস 

কচি কচি পাতায় বিলি হয় শিশির 
নষ্ট উপমা 

পললভূমিতে সূর্য ওঠে। দাসত্বের জ্বালায় জন্ম নেয় বিষন্ন প্রান্তর 

নদীর ঢেউ ভাঙে। কান পাতি 
ঝিরঝিরে বালি স্বপ্নের মতো চুঁইয়ে চুঁইয়ে পড়ে 
মোম নেভা সন্ধ‍্যায় 

তোমার মুখে জমে থাকে পুরোনো শৈশব। সভ‍্যতার চেতন প্রহর 

মুঠির ভেতর বাসি ভাতের লড়াই প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে 
তবু আঙুলে মেখে নিই নরম সোহাগ 

শিকারী জোসনা খোয়াড় ভেঙে ছুটে আসে বোধনের শঙ্খবেলায় 

মনের দরজায় কাড়া নাকাড়া 
নাভি জন্ম উৎসব 

জলের সহজ শর্তগুলো মেনে নিই 
জল নূপুরে সাজিয়ে রাখি বিবর্ণ বর্ণমালার পাঠশালা 
বিশ্বাসের ঘরে জন্ম নিচ্ছে আর এক নতুন পৃথিবী 

ছায়ার সমস্ত শরীর জুড়ে পোয়াতি অমাবস‍্যার রাত  

২৫-০৬-২০২১
________________
হামিদুল ইসলাম।
গ্রাম+পোষ্ট=কুমারগঞ্জ। জেলা=দক্ষিণ দিনাজপুর। পঃ বঙ্গ। ভারত। 
ই-মেইল=islamhamidul510@gmail.com

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।