ভুলে যাও ।। আশরাফুল আলম


ভুলে যেতে চাও,
যাও ভুলে যাও,
স্মৃতি গুলো রেখে হবে কি?
যাও নিয়ে যাও,
এই হৃদয় থেকে 
যত কিছু জমা রেখেছি।

অপলকে দেখে দেখে 
চোখেতে চোখ রেখে 
কত-না সময় হতো পার,
মনে মনে কথা বলা,
হেয়ালিতে পথচলা, 
পারবে কি সব-ই ভুলবার?

ম্যাসেজের অপশনে 
লিখেছিলে গুনেগুনে
প্রতিদিন পাঁচ-ছ'টা ছন্দ।
সবক'টা পড়তাম,
আর শুধু হাসতাম,
মোটেও তা লাগেনি মন্দ। 

ছন্দের কথা গুলো,
এতো যে মধুর ছিলো, 
বেড়ে যেতো হৃদয়ের হার্টবিট!
ছোট ছোট আবদার
নিমিষেই হতো পার
সবকিছু হয়ে যেত পারমিট। 

জানালার পাশে গিয়ে,
ডাকতাম শীস দিয়ে,
কত-না হতো লুকোচুরি। 
লজ্জায় লাল হয়ে 
বলেছিলে বিনয়ে
হয়না যেন বাড়াবাড়ি। 

তোমাকে অভয় দিয়ে,
বসেছি পাশে গিয়ে,
তুমিও কাছে এসেছিলে।
ফিসফিস কথা কওয়া 
চুকপুক চুমু খাওয়া,
বাহুডোরে ধরা দিয়েছিলে।

ফেলে আসা কাহিনি,
আমি আজও ভুলিনি, 
তুমি কেন ভুলে যেতে চাও?
বুকেতে পাষাণ বেঁধে;
সময় যাকনা কেঁদে, 
স্মৃতিগুলো মুছে দিয়ে যাও।

রচনাকালঃ ১৯/০৬/২১খ্রীঃ
কুটির চর,রৌমারী,কুড়িগ্রাম।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।