ভুলে যেতে চাও,
যাও ভুলে যাও,
স্মৃতি গুলো রেখে হবে কি?
যাও নিয়ে যাও,
এই হৃদয় থেকে
যত কিছু জমা রেখেছি।
অপলকে দেখে দেখে
চোখেতে চোখ রেখে
কত-না সময় হতো পার,
মনে মনে কথা বলা,
হেয়ালিতে পথচলা,
পারবে কি সব-ই ভুলবার?
ম্যাসেজের অপশনে
লিখেছিলে গুনেগুনে
প্রতিদিন পাঁচ-ছ'টা ছন্দ।
সবক'টা পড়তাম,
আর শুধু হাসতাম,
মোটেও তা লাগেনি মন্দ।
ছন্দের কথা গুলো,
এতো যে মধুর ছিলো,
বেড়ে যেতো হৃদয়ের হার্টবিট!
ছোট ছোট আবদার
নিমিষেই হতো পার
সবকিছু হয়ে যেত পারমিট।
জানালার পাশে গিয়ে,
ডাকতাম শীস দিয়ে,
কত-না হতো লুকোচুরি।
লজ্জায় লাল হয়ে
বলেছিলে বিনয়ে
হয়না যেন বাড়াবাড়ি।
তোমাকে অভয় দিয়ে,
বসেছি পাশে গিয়ে,
তুমিও কাছে এসেছিলে।
ফিসফিস কথা কওয়া
চুকপুক চুমু খাওয়া,
বাহুডোরে ধরা দিয়েছিলে।
ফেলে আসা কাহিনি,
আমি আজও ভুলিনি,
তুমি কেন ভুলে যেতে চাও?
বুকেতে পাষাণ বেঁধে;
সময় যাকনা কেঁদে,
স্মৃতিগুলো মুছে দিয়ে যাও।
রচনাকালঃ ১৯/০৬/২১খ্রীঃ
কুটির চর,রৌমারী,কুড়িগ্রাম।