প্রকৃতির টানে ।। অন্তর চন্দ্র



নীল আকাশটা ঠেকেছে যেন দূর ওই গ্রামটির শেষে
মেঘ গুলো যেন ঘিরে ফেলেছে আমার চারিপাশ ।
আমি তখন প্রেমের টানে দেখতে ছুটি তারই দিকে
ছয়টি পাখি যাচ্ছে উড়ে বলছে আমায় ডানা মেলে
সবুজ শাড়ির আঁচল পেতে বসে আছে কোন সে মেয়ে
নয়ন ভরে দেখ একবার সেজেছে অপরূপ সাজে।
নরম ঘাসে পা ফেলিয়ে হাতিশুরের কাছে গিয়ে অনুক্ষণ
বর্ষার দিনে কেমন করে ভিজে পদ্মপাতা দেখি চেয়ে;
রূপবতী কন্যা যেন হাত বাড়িয়ে আমায় কাছে ডাকে।

বকুল ফুলের মালা গলে মনের মাঝে শান্তি আনে
কাজল কালো চোখ দুটি তার হাজার রঙের সাজ,
আলতা রাঙ্গা পা যেন তার সকাল দেখেই টিপ পরেছে কপালে,
সবুজ শাড়ি ঘাসে মোড়া কেউ ভাবেনা তাহারে , চাতক নয়
সে দেয় রে প্রেম পরের কাছে উজার করে শান্ত মনে ।
ভবঘুরে চেনে তারে, চেনে সকালের পথ স্বপ্ন বিভোর চোখে;
আমি কোন পাগল বেশে স্বপ্ন মুঠোয় নিয়ে ছুটেছি অবিরত ,
দূর দিগন্তে পা রাখব রূপবতী কন্যা যেন বারবার ডাকে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।