সন্তান তার ভবিষ্যৎ নির্ণয়ে ব্যস্ত
মা তাঁর সন্তানের ভবিষ্যতের জন্য চিন্তিত,
এমন করে চলে যায় জীবনের প্রতিটি দিন
মাতৃঋণ শোধ করা সন্তানের চিন্তার অতীত।
বৃদ্ধ মায়ের জীবনের কী আর আশা
যা থাকে কেবল সন্তানের মঙ্গল বাসনা,
সন্তান যদি না থাকে পাশে, না নেয় খোঁজ
তবুও মা শূন্যে করে সন্তানের পূণ্য কামনা।
নিজের অসুখে মুখে নেই কোন শঙ্কা
মৃত্যু কাছে এলেও হাসিমুখে করে গ্রহণ,
সন্তান যদি তাঁর পড়ে কোন ব্যাধিতে
ব্যাধ হয়ে সে ব্যাধির করে কালহরণ।
শত দুঃখ শুষে নেয় করে না আর্তনাদ
শত অপরাধে সন্তানের দেয় না অপবাদ,
তবুও মনে জমে যায় যদি কালো মেঘ,
একবার মা ডাকলে করে সহশ্র আশির্বাদ।
ঐ ঈশ্বরও হুমকি দেয়- দেবে শাস্তি, যদি
তাঁর আইনের একটু বরখেলাপ হয়,
জননীর হৃদয়ে এত স্নেহ, এত ভালোবাসা
সারাক্ষণ কেবল আশির্বাদ বর্ষণ হয়।
সঞ্জিব কুমার রায়
গ্রাম - ছত্রজিৎ,
ডাকঘর - বৈদ্যের বাজার
উপজেলা - রাজারহাট,
জেলা - কুড়িগ্রাম
এখানে লেখার সুযোগ পাওয়া যেতে পারে কি? গেলে mrpatoari90@gmail.com জানাবেন প্লিজ
ReplyDeleteঅবশ্যই। bornopropat@gmail.com লেখা পাঠান।
Delete