প্রিয়তমা, তোর মতনে মুইও পারোং
মন দিয়া ভালোবাসির,
গাও ঘ্যাষ্টে বগলত বসির
সাত-পাঁচ ভাবি তাও বগলত যাং না
মরু বুকত এত সুখ সবে না--
তায় ভালোবাসা দ্যাং না
সবকিছু ভুলি যায়া--
হবারে পারিস একদিন ইতর,
হয়তো বা থাকিবু না আপন হয়া
গহীন মনের ভিতর
সেদিন--
মুই হয়তো গলি যাইম মমের মতন
ভালোবাসার গন্ধে;
হয়তো বা ভক্ষকও হবার পারোং
ভরা বসন্তে, ভরা যৌবনের আনন্দে
তায়, তোর ইশারায় সারা দ্যাং নাই
বগলত পায়াও প্রিয়তমা--
আপন করি ন্যাং নাই
তারিখ: ২৯.০৬.২০২১