প্রেম পরিহার || বিপুল রায়


প্রিয়তমা, তোর মতনে মুইও পারোং
মন দিয়া ভালোবাসির,
                গাও ঘ্যাষ্টে বগলত বসির

সাত-পাঁচ ভাবি তাও বগলত যাং না
মরু বুকত এত সুখ সবে না--
                   তায় ভালোবাসা দ্যাং না

সবকিছু ভুলি যায়া--
হবারে পারিস একদিন ইতর,
হয়তো বা থাকিবু না আপন হয়া
                        গহীন মনের ভিতর

সেদিন--
মুই হয়তো গলি যাইম মমের মতন
                         ভালোবাসার গন্ধে;
হয়তো বা ভক্ষকও হবার পারোং
ভরা বসন্তে, ভরা যৌবনের আনন্দে

তায়, তোর ইশারায় সারা দ্যাং নাই
বগলত পায়াও প্রিয়তমা--
                     আপন করি ন্যাং নাই

তারিখ: ২৯.০৬.২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।