হঠাৎ বিকেল বেলায় ।। ইমরান খান রাজ


হঠাৎ বিকেল বেলায় 
আকাশের রঙ খানিকটা কালচে, 
মনটা কেমন যেন হাহাকার করছিলো ! 
তাই ঘর থেকে বেরিয়ে ছুটলাম দিগন্তে। 

খোলা মাঠে খেলছে শিশুরা, 
প্রেমিক তার প্রেমিকার হাত ধরে 
সবুজ ঘাসে বসে বাদাম খাচ্ছে। 
বৃদ্ধরা করছে শরীরচর্চা! 

এসব দেখতে দেখতে এগিয়ে চললাম। 
যেতে যেতে পৌঁছালাম লেকের ধারে! 
চানাচুর ভর্তা আর গরম চায়ের স্বাদ
মনটা হারিয়ে গেল প্রকৃতির গভীরে! 


ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।
সদস্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখা৷
ঠিকানাঃ সাতভিটা, নারিশা, দোহার-ঢাকা ১৩৩২।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post