খোকা খুকুর খেলা ।। শুভব্রত ব্যানার্জি



খোকা খুকু খেলে চলে বৃক্ষ তলে বসে
আনন্দেতে দিন কাটে প্রকৃতির রসে।
প্রজাপতি পাখা মেলে ওড়ে সারা দিন
পাখি সবে কথা বলে ভাষা হয় ভিন।

ভ্রমর দলে গুঞ্জনে শুনি মধু গীতি
কামড় দেবে তাহারা নেই কোন ভীতি।
খোকা খুকু ঘুমে ঢলে গান শুনে সেই
শিশু মনে পাপ বোধ কিছুই যে নেই।

ফুলের বাগে তাদের কুসুম যে দোলে
খোকা খুকুর চিন্তায় আছে মাতৃ কোলে।
তাদের সুবাসে আছে স্নেহের সে রস 
কাছে ডেকে বলে সবে পাশে এসে বস।

সবুজ কোমল ঘাসে শুয়ে পরে যেই
মাতাল প্রকৃতি আসে নিকটেতে সেই।
নরম বিছানা যেন মনে করে সবে 
খেলতে খেলতে তারা শুয়ে সেথা রবে।

বৃক্ষ পত্র রাশি সবে অনুরাগী তার 
কোমল বাতাসে তারে মন ভরে যার।
শিশুদের কোলাহলে ভেসে চলে মন 
খুশিতে মেলে যে তারা প্রতি এক ক্ষণ।

শুভব্রত ব্যানার্জি, কলকাতার বাসিন্দা। ছোটবেলা কেটেছে হলদিয়া নগরে। সেন্ট জেভিয়ার্স  হাই স্কুল হলদিয়া থেকে মাধ্যমিক ও হলদিয়া গভর্নমেন্ট স্পনসারড বিবেকানন্দ বিদ্যাভবন বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে চলে আসি কলকাতায়। তারপর কলেজ, বিভিন্ন বিষয়ে শিক্ষা- যেমন আঁকা, নাটক, অভিনয় ইত্যাদি। সরকারী চাকরির জ্ন্য পরীক্ষার কম চেষ্টা করি নি। কিন্তু কোন দিন দ্বিতীয় রাউন্ডে ডাক পর্যন্ত আসে নি। বাবা চাকরি থেকে অবসর নিয়ে চলে এলেন নিজের বাড়িতে। আমি বেসরকারি অফিসে কাজ করতে শুরু করি। এখন একটা নাম করা  সোনার ব্যবসায়ী দোকানের হিসাব রক্ষক হিসেবে কাজ করি। জীবন যুদ্ধ চালাতে চালাতে লেখা লেখি করি। কিন্তু সব ছিল অর্ন্তনিহিত। বহিপ্রকাশ হয়েছে 2020 সালে মাত্র। কবিতা, ছোট গল্প, ছড়া দিয়ে আত্মপ্রকাশ করে থাকি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।