বুকের ভিতর কষ্ট জমা, জ্বলে বিরহের আগুন,
জীবনে কেবল বৈশাখ ছিল, আসেনি ফাগুন।
কোকিল কখনো গায়নি তো কেবল আমারি জন্য,
কারো ছোঁয়া পেয়ে মনটা কখনো হয়নিতো ধন্য!
আমি কেবলি চেয়েছি 'তুমি' বলে কেউ থাক,
গোপালের রঙ জীবনে আসুক, কাঁটা ঝরে যাক।
কিন্তু কখনো হয় কী বলো কাঁটা ছাড়া গোলাপ,
কাঁটার ব্যাথায় জীবন কাটে, করেছি বুঝি পাপ।
হামীম রায়হান,
পটিয়া, চট্টগ্রাম
পটিয়া, চট্টগ্রাম