উগ্ৰ ভাবনার জমাট বাঁধা ব্যথার রঙ
চিত্রনাট্যের রঙ্গমঞ্চে! হাসির রোল
হাস্যকর মিষ্টতা, অশ্রুসিক্ত আঁখিদ্বয়ে ছদ্মবেশ।
লাস্য অভিমান ব্রাত্য হয়ে দীর্ঘদিনের প্রতিক্ষায়
হৃদয়ের অন্তঃপুরে বিষাদসিন্ধু পরমানন্দে।
অণু-পরমাণুর ভারে চোখের জল লবনাক্ত
প্রলুব্ধ মন গিলে অচেনা আকাশ!
বিমূঢ় শব্দের হৃদয়ে শূন্যতা, নিঃসাড়, নীরবতা
বাউন্ডুলে ফৌজদারি!
প্রতিটি পদক্ষেপ আজ সর্বহারা,
হারানো গৌরবের ঘটবে কি পুনরুজ্জীবন?