লাস‍্য অভিমান ।। আসরূপা মল্লিক এষা

মনের পাতায় অক্ষরে অক্ষরে দুঃসহ যন্ত্রণা।
উগ্ৰ ভাবনার জমাট বাঁধা ব‍্যথার রঙ
চিত্রনাট্যের রঙ্গমঞ্চে! হাসির রোল
হাস‍্যকর মিষ্টতা, অশ্রুসিক্ত আঁখিদ্বয়ে ছদ্মবেশ।
লাস‍্য অভিমান ব্রাত‍্য হয়ে দীর্ঘদিনের প্রতিক্ষায়
হ‍ৃদয়ের অন্তঃপুরে বিষাদসিন্ধু পরমানন্দে।

অণু-পরমাণুর ভারে চোখের জল লবনাক্ত
প্রলুব্ধ মন গিলে অচেনা আকাশ!

বিমূঢ় শব্দের হৃদয়ে শূন্যতা, নিঃসাড়, নীরবতা
বাউন্ডুলে ফৌজদারি! 
প্রতিটি পদক্ষেপ আজ সর্বহারা, 
হারানো গৌরবের ঘটবে কি পুনরুজ্জীবন?

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post