স্মৃতি পটে ।। শুভব্রত ব্যানার্জি


ভিড় করে মন মাঝে সেই কথা কত 
আজ যেন দেখি তাই সামনে তে খেলা
সেদিনের মতো আজ নাই কোন মেলা
আছে মনে জুড়ে শুধু স্মৃতি শত শত।

মার হাতে ডাল ভাত ছিল মিঠা সেই
বাবা এসে কোলে নিত আজ কই তাহা 
ভালোবেসে দিত চুমু হারিয়েছে যাহা
আজ যেন কোন কিছু আর যেন নেই।

নানা নানী ছিল কাছে আদর যে দিত
ফুপা ফুপী চাচা চাচী খেলত যে সাথ
দাদা দাদী কাছে টেনে বাড়াত সে হাত 
সব কিছু দিয়ে তারা সঙ্গ তারা নিত।

বন্ধু ছিল এক রাশ আজকে তারা কই
খেলতাম মিলে সবে সেই মাঠে তেই
আজ মাঠ খালি বড় কেউ সেথা নেই
সঙ্গী আমার আজকে শুধু পাঠ্য বই।

পোষ্য ছিল কিছু কাছে আসত যে রোজ 
আমার আদরে তারা দৌড়ে লাফে আসে
লেজ খান নাড়িয়ে যে বসত যে পাশে
পেট ভরে খেত তারা এক রাশ ভোজ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post