পাতাঝরা ইতিহাস পুড়ছে বলয় গ্রাসে
ত্রাসের দলিলে কর্কট রোদ
দুর্বৃত্ত উৎসব
নদী ভাঙছে
জীবন ভাঙছে
ডুবসাগরে ডুবে যাচ্ছে সন্ধ্যার মিথুন হাঁস
ছন্নছাড়া বর্ষজীবী মিতালী সুবাস
কাফন উড়ছে
গাছের পাতায় শুয়ে আছে শতাব্দীর মৃত শ্বাস
দলিত সময়
পাঁজরে নাভিপদ্ম ছোঁয়া
জেগে উঠেছে রাত।
ঈশ্বরীতলায় গাঁজন আসর
খাটের বাজুতে জেগে থাকে কামনার শহর পদাতিক
সোমালিয়ায় এখন যুদ্ধ
পুড়ছে মৃত্যুর কাশবন। উপচ্ছায়া
লাশ হচ্ছে পৃথিবী
আমরাও ফিরে যাচ্ছি না ফেরা দেশের লাশ।
১১.০৭.২০২১