লাশ ।। হামিদুল ইসলাম



পাতাঝরা ইতিহাস পুড়ছে বলয় গ্রাসে
ত্রাসের দলিলে কর্কট রোদ 
দুর্বৃত্ত উৎসব 

নদী ভাঙছে 
জীবন ভাঙছে 
ডুবসাগরে ডুবে যাচ্ছে সন্ধ‍্যার মিথুন হাঁস 

ছন্নছাড়া বর্ষজীবী মিতালী সুবাস 
কাফন উড়ছে 
গাছের পাতায় শুয়ে আছে শতাব্দীর মৃত শ্বাস 

দলিত সময় 
পাঁজরে নাভিপদ্ম ছোঁয়া 

জেগে উঠেছে রাত। 
ঈশ্বরীতলায় গাঁজন আসর 
খাটের বাজুতে জেগে থাকে কামনার শহর পদাতিক 

সোমালিয়ায় এখন যুদ্ধ 
পুড়ছে মৃত‍্যুর কাশবন। উপচ্ছায়া 
লাশ হচ্ছে পৃথিবী 

আমরাও ফিরে যাচ্ছি না ফেরা দেশের লাশ।

১১.০৭.২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।