কবিতার আকাশে হাত বাড়াই
শব্দসিঁড়ির উদ্যানে নেমে আসে ত্রিকোণ সন্ধ্যা। অন্ধকার বাতিঘর
বৃক্ষের পাতায় লিখে রাখি ডাকনাম
সে ডাকনামে আমাকে চেনে গাছ
অতিথি পাখি
নাম না জানা মন্দিরা সকাল
ছায়ার শরীর জুড়ে আবছায়া। অচেতন প্রহর
ধূ ধূ কথার নীচে কেবল অথৈ শূন্যতা
ভেঙে পড়ছে ছবির দেয়াল
পাঁচিলে দাঁড়ানো পুরোনো বটগাছ এখনো ঋতুমতি হয়
গাছের শরীরে ক্ষুধা। কমনা
আমরা ধীরে ধীরে পেরিয়ে যাচ্ছি শীত
বসন্ত আসতে এখনো দেরি
তবু ঘণ্টা বাজে। পর্দা সরে যায় দূরে বহুদূরে
পৃথিবীর ঝাঁপ বন্ধ
ঈশ্বরের হাতে চাবি
ইষ্টনামে প্রার্থনা করি রোজ
কবরে হাজারো নবজাতকের কান্না। হাহাকার ।