বরষা কেন একলা এলে ।। মিনহাজ আহমেদ মুকুল


বাদল দিনে ময়ূর নাচে পেখম তুলে
মন আকাশে ঝিলিক মারে সৌদামিনী--
ভাসলো মনে তোমার ছবি সকল ভুলে
ভরা বাদর যৌবনাকাশ রূপ কামিনী।
হরষিত আকুল পরান মন কী যে চায়
পুলক জাগে পরশ মাগে ঘোর যামিনী --
রিমিঝিম ঝিম নূপুর বাজে বাদল পায়
স্বপ্ন ঘোরে পরশিলে বুঝতে পারিনি।
আঁকছি এদিন মন ভুবনে তোমার ছবি
টাপুরটুপুর তাল দিয়ে যায় প্রেম রাগিণী
নীরব কোণে সুর তুলে আজ ভাবছে কবি
হায়! বরষা একলা এলে তাঁরে আনোনি।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post