খাতার পৃষ্ঠা করে চুরি
কেটে কেটে চৌকা
ভাজে ভাজে নিপুণ গুণে
তৈরি করতাম নৌকা।
তারপর জলে দিতাম ছেড়ে
ডুবত ভিজে ভেসে,
তাতে কি যে খুশি হতাম
হতাম হারা দিশে।
ছেলের বায়নায় নৌকা গড়তাম
গেতে গেতে গীতি,
ছেলে কান্না যেত ভুলে
আহা কি সে স্মৃতি।
কাগজের সেই নৌকা এখন
চলে গেছে ঘুমে,
প্লাস্টিকের নৌকা যে এখন
ঝোলে ড্রয়িংরুমে।