শ্রাবণ যে কথা বলতে চেয়েছিলো ।। আরণ‍্যক বসু


( ঘন শ্রাবণ-মেঘের মতো   রসের ভারে নম্র নত...
গীতবিতান// পূজা//৫০৪)

জীবনটাকে এত অপরিচ্ছন্ন করে রেখেছো কেন ?

এই যে মাঠের প্রান্তে , মেঘ-থরথর আকাশভরা গোধূলি-বিষণ্ণতা নামছে , এই যে ভিজে চুপচুপ
 ঢোল-কলমিলতায় দিনশেষের মগ্ন ফড়িং, জীবনের কাছে , মহাপৃথিবীর জীবনানন্দের কাছে রঙ তুলি চেয়ে নিচ্ছে ; সে আসলে তোমার ব‍্যস্ত দুচোখের পাতায় লালনের নম্র দৃষ্টিপাত বুলিয়ে দিতে এসেছে । 
ওকে , আর দিনান্তের শেষ , একেবারে শেষ আলোটুকু কবিতায় যদি এঁকে দিতে , যদি দুঃখী দোতারা হয়ে গেয়ে উঠতে -- ও জীবন ছাড়িয়া না যাও মোরে...

যখন সারাদিন বৃষ্টি বৃষ্টি থেকে, সান্ধ্য তানপুরা হাতে রবি-সঙ্গীতে চির অমলিন সুবিনয় রায় যেন গেয়ে যান--
 গভীর রজনী নামিল হৃদয়ে , আর কোলাহল নাই...

কবি, কখনও স্তব্ধতার গভীরতম শিকড়ে নেমে, শুনেছো এ গান ? 

যদি মাটির ভিজে অন্তর থেকে,পৃথিবীর সঞ্চিত জলরেখা ধানের শৈশব হয়ে ডেকে যায় অমল,সুধাকে ...

সে ডাক শোনার মতো অপেক্ষা তোমার আছে ,  কবি ? 

নিজস্ব নির্জনতা ? আছে ?


আরণ‍্যক বসু
২৩ শে জুলাই , ২০২১
শ্রাবণ , ১৪২৮
@ আরণ‍্যক বসু

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।