অবহেলার ফুলে গেঁথেছি মালা ।। মো. রাকিব হোসেন

 



চন্দন দিয়ে তৈরি তোমার অভিরাম আননখানি,
কাজল কালো চোখে তোমার বিরহের গ্লানি।
ফুলের চেয়ে মনোহর তব অলকের সুবাস,
রক্তজবার মতো রক্তিম তব অধরের পরশ।
 সর্পমণির খোঁজে আমি তোমার পথে চলি,
 গভীর রাতে চাঁদের কাছে তোমার গল্প বলি।
স্বপ্নসুখের কল্পনায় তোমার ছবি আঁকি, 
ঘুমের ঘোরে মুক্তমনে তোমায় শুধু ডাকি।

সব আলো নিভে গেলে তব প্রভাত হয়,
তব রূপের ঝলকানিতে সূর্যালোক বিলিন হয়।
মনের আকাশ পাড়ি দিয়ে যত ছন্দ লিখি
তোমার জন্য সাত সাগরে জলের কণা দেখি।
মনের কোঠায় মন বসেছে নতুন কাব্য নিয়ে,
তোমার জন্য গেঁথেছি মালা অবহেলার ফুল দিয়ে। 


নাম: মোঃ রাকিব হোসেন 
পেশা: ছাত্র (মাস্টার্সে অধ্যয়নরত,সেশন: ২০১৭-২০১৮, ইংরেজি বিভাগ, ঢাবি)
বর্তমান ঠিকানা: শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাবি
স্থায়ী ঠিকানা: সদর, লক্ষ্মীপুর

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।