তুমি,
স্বার্থের মন্ত্রে খোলস পালটানো,
মরিচিকার ন্যায় ছলনা।
তুমি প্রয়োজনকে প্রিয়জন বানিয়ে,
রং বদলানো ধোঁয়াশা।
তুমি ভালোবাসাকে সহজ করে,
মিছেমিছি দেয়া সান্ত্বনা।
তুমি গহীন অরণ্যে আলো ছড়িয়ে,
হারিয়ে যাওয়া রাজকন্যা।
তুমি শান্ত পারাবার কল্লোলিত করে,
হতাশায় ফেলা প্রতারণা।
তুমি শীতের ভোরে স্নিগ্ধ শিশিরে,
কাঁটা হয়ে থাকা যন্ত্রনা।
তুমি সুন্দর জীবনে মায়াবিনী সেঁজে
ভালোবাসাতে আনমনা।
তুমি বিশ্বাসের আকাশে চাঁদ হয়ে,
মিথ্যে তিমিরের অমাবস্যা।
আমি,
তোমাকে পেতে উন্মাদ হয়েই করি,
অরণ্যে রোদনের তপস্যা।
আতিক মেসবাহ্ লগ্ন
১৩ জুলাই ২০২১; রাত ৮ টা ১৮।