সৌন্দর্য কি? ।। বদরুল আরেফিন




সৃষ্টির ঊষালগ্ন থেকেই মানুষ সৌন্দর্যের পূজারী৷ সৌন্দর্যকে মূল্যায়ন করা যতটা সহজ তাকে ধরাবাঁধা সংজ্ঞার আলোকে নিয়ে আসা ঠিক ততটাই কঠিন৷ সৌন্দর্য শব্দটি যতই ছোট তার তাৎপর্য ততই বিশাল। এক বাক্যে বলতে গেলে বলতে হয়, যা আমাদের চোখ ও মনকে পরিতৃপ্ত করে তাই সুন্দর। এখানে বাহ্যিক এবং অভ্যন্তরীণ উভয় সৌন্দর্যের কথাই বলা হচ্ছে। তবে

বলা হয়ে থাকে, "আগে দর্শনদারী পরে গুণ বিচারী।" কিন্তু, আমি এই প্রবাদের সাথে একমত নই। সৌন্দর্যকে কখনোই কেবল বাহ্যিক বৈশিষ্ট্যের পিঞ্জরে আবদ্ধ করা যায় না, সৌন্দর্য একটি বোধের বিষয়। তা না হলে সকলের পছন্দ একইরকম হতো। বাহ্যিক সৌন্দর্যের কোনো আদর্শ মানদন্ড থাকতে পারে না। কেননা, একসময় আমাদের আঁটোসাটো পোশাক ভাল লাগলেও এখন কিন্তু ঢিলেঢালা পোশাকই ভালো লাগে। নব্বইয়ের দশকে 𝑲𝒂𝒋𝒂𝒍'কে ভালো লাগলেও এখন কিন্তু আপনি ঠিকই 𝑬𝒎𝒎𝒂 𝑾𝒂𝒕𝒔𝒐𝒏'র প্রেমে পড়ে যাবেন। কাজেই, সময়ের পরিক্রমায় বাহ্যিক সৌন্দর্য মূল্যায়নের মাপকাঠিটি নড়েচড়ে বসে। 

যদি প্রশ্ন করা হয়, ফুলের সৌন্দর্য কিসে? রং বেরঙের জৌলুসে নাকি সৌরভে? 𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕'রা উত্তর দেবেন বাহ্যিক রঙের বৈচিত্র্যতায়ই ফুলের সৌন্দর্য। কিন্তু, 𝑺𝒎𝒂𝒓𝒕'রা বলবেন ফুলের সৌন্দর্য তার মন মাতানো সৌরভে। 

𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕'দের কথা যদি সঠিক ধরে নিই তাহলে মানতে হবে কাগজের ফুলই সফল। কারণ, গৃহসজ্জায়  দীর্ঘদিন টিকে থেকে সেটা সৌন্দর্য বিলিয়ে থাকে। ফলে, 𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕'রা গৃহের সৌন্দর্য বর্ধনে বাগানে ফোটা ফুলের চেয়ে কাগজের ফুলই ক্রয় করে থাকেন বেশি। ক্রয়ের হার বিবেচনা করলে নিশ্চয় কাগজের ফুলই সফল তবে বাণিজ্যিকভাবে। সৌন্দর্য যে বাণিজ্যের বস্তু নয় এ বিষয়ে নিশ্চয়ই আমার সাথে কেউ দ্বিমত হবেন না।

সৌন্দর্যবোধ একটি জটিল বিষয় কেননা একজনের কাছে যা সুন্দর আরেকজনের কাছে তাই অসুন্দর। 

শিশুর অমলিন হাসি সুন্দর, দার্শনিকের কুঁচকানো ভ্রু সুন্দর, আমার প্রিয়তমার চোখ, চাহনি, হাসি সুন্দর।

সৌন্দর্যের ভৌগোলিক বৈচিত্র্যতাও রয়েছে। আমাদের দেশের  𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕'রা মনে করেন ফর্সা রং, পাতলা ঠোট, সুঠাম/কৃশকায় দেহ, পরিপাটি দাঁতই মানুষের সৌন্দর্য। কিন্তু, পশ্চিমা দেশে নাকি নরনারীগণ সূর্যের কড়া তাপে শুয়ে থাকে (Sun bathe) দেহকে কিছুটা কৃষ্ণ বর্ণ করতে। আমাদের দেশের 𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕 মুনাফাখোররা আর 𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕 সংস্কৃতি কর্মীরা পশ্চিমা দেশের সকল অখাদ্য-কুখাদ্য আর বিজাতীয় সংস্কৃতির আপাদমস্তক টেনে হিঁচড়ে নিয়ে আসছেন ঠিকই। কিন্ত, সৌন্দর্যবোধ সম্পর্কে তাদের যে মানসিক অবস্থান তা অনুকরণ করতে পারছেন না। কারণ, তাদের কাছে সৌন্দর্য মানেই সফলতা অর্থাৎ বাণিজ্যিক সফলতা। 

বৈচিত্র্যময়তা-ই সৌন্দর্য। একটি বাগানে হলুদ গাদায় গাদাগাদি হয়ে থাকলে যেমন সুন্দর লাগবে না তেমনি সকল মানুষের ফর্সা রং, পাতলা ঠোট, সুঠাম/কৃশকায় দেহ, পরিপাটি দাঁত থাকলে কেউ কাউকে আর চিনতে পারবে না। সৃষ্টি কর্তাই আমাদের বিভিন্ন অবয়বে সৃষ্টি করেছেন আমাদের 𝑺𝒑𝒆𝒄𝒊𝒇𝒊𝒄 𝑰𝒅𝒆𝒏𝒕𝒊𝒕𝒚'র জন্য। এছাড়া আঁধার না থাকে যদি কি হবে আলো দিয়ে? 

𝑺𝒎𝒂𝒓𝒕 লোক মাত্রই সৌন্দর্য সচেতন। 𝑺𝒎𝒂𝒓𝒕'রা সৌন্দর্যকে কেবল বাহ্যিক বৈশিষ্ট্যের মানদণ্ডে সীমাবদ্ধ রাখেন না। তাদের কাছে সৌন্দর্য ফুলের সৌরভের মতো, সফলতা বা বাণিজ্যিক সফলতার চেয়ে তাদের কাছে সার্থকতা বড়। 

𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕'রা জন্মগতভাবেই 𝑩𝒓𝒊𝒍𝒍𝒊𝒂𝒏𝒕 কিন্তু 𝑺𝒎𝒂𝒓𝒕 হতে হলে অনুশীলন করতে হয়, করতে হয় কঠোর পরিশ্রম। 𝑼𝒔𝒂𝒊𝒏 𝑩𝒐𝒍𝒕, 𝑪𝒉𝒓𝒊𝒔 𝑮𝒂𝒚𝒍𝒆, 𝑲𝒐𝒇𝒊 𝑨𝒏𝒏𝒂𝒏'রা 𝑺𝒎𝒂𝒓𝒕 বলেই কিনা আজ পশ্চিমা দেশের সাদা মানুষগুলোর চোখের সামনে দিয়ে বায়ু বেগে ছুটে চলেছে! 

𝑺𝒎𝒂𝒓𝒕'রা বলেন মানুষের সৌন্দর্য তার রুপে নয় গুণে। মানুষ সুন্দর তার নির্মল হাসিতে, উত্তম আচরণে, ভালোবাসায়।।

বদরুল আরেফিন 

প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন 

লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ 

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।