রিমঝিম বৃষ্টি রবের সৃষ্টি
গগন ভেদে
ঝরে অঝরে,
বরষায় জলে পা জোড়া ফেলে
হাঁটিতে চাই
ঘরে বাহিরে।
চারিদিকে মেঘ জলধির বেগ
লহরী ফেঁপে
ওঠে ডাঙ্গায়,
খাল-বিল পূর্ণ ঘর-বাড়ি চূর্ণ
নির্গৃহ কাঁদে
খুঁজে আশ্রয়।
প্রিয়সীর স্মৃতি বরিষার গীতি
স্মরণে আসে
তব একাকী,
প্রেমসুরে তারি আমন্ত্রণ করি
আসিতে কাছে
মম জোনাকী।
নিয়তির ফল বরিষার জল
প্রেমের মতো
কিছু শেখায়,
জীবনের মায়া কূলহীন কেয়া
কপালী পায়
হত হারায়।
রথখোলার মোড়, টিপু সুলতান রোড, ঢাকা।