ঘন কাল মেঘে ছেয়ে আছে আকাশ
অথচ বৃষ্টির দেখা নেই!
ভীষণ ভাবে জমাট বেঁধে আছে
মেঘের উপর মেঘ,
প্রচন্ড গর্জনে
কেঁপে কেপেঁ উঠছে আসমান জমিন,
বিদ্যুতের ঝলকানিতে অস্থির জগতবাসী
অথচ বৃষ্টির দেখা নেই!
এত তর্জন-গর্জন, তবুও যেন
অদ্ভুত নির্জন চারদিক
ঠিক ঝড়ের পূর্বে যেমন।
ঝড়বৃষ্টির পরেই না
ঝকঝকে আকাশের দেখা মেলে।
তবে কতকাল
এমন গুমোট বেঁধে থাকবে!
আর কত রজনী
প্রতীক্ষায় চেয়ে থাকতে হবে?
ঠিক কবে
ঝুম বৃষ্টি নামবে পৃথিবী জুড়ে?
আর কত শত প্রহর কেটে যাবে
আকাশের পানে চেয়ে?
ঘন কাল মেঘে ছেয়ে আছে আকাশ
অথচ বৃষ্টির দেখা নেই!