বৃষ্টির দেখা নেই ।। নুসরাত জাহান



ঘন কাল মেঘে ছেয়ে আছে আকাশ
অথচ বৃষ্টির দেখা নেই!
ভীষণ ভাবে জমাট বেঁধে আছে
মেঘের উপর মেঘ, 
প্রচন্ড গর্জনে 
কেঁপে কেপেঁ উঠছে আসমান জমিন,
বিদ্যুতের ঝলকানিতে অস্থির জগতবাসী 
অথচ বৃষ্টির দেখা নেই! 
এত তর্জন-গর্জন, তবুও যেন
অদ্ভুত নির্জন চারদিক 
ঠিক ঝড়ের পূর্বে যেমন।
ঝড়বৃষ্টির পরেই না
ঝকঝকে আকাশের দেখা মেলে।
তবে কতকাল 
এমন গুমোট বেঁধে থাকবে!
আর কত রজনী 
প্রতীক্ষায় চেয়ে থাকতে হবে?
ঠিক কবে
ঝুম বৃষ্টি নামবে পৃথিবী জুড়ে? 
আর কত শত প্রহর কেটে যাবে
আকাশের পানে চেয়ে?
ঘন কাল মেঘে ছেয়ে আছে আকাশ
অথচ বৃষ্টির দেখা নেই! 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।