প্রত্যাশা।। মিনতি রায়


শরতের খেলা মগ্ন মেঘলা আকাশ

দায়িত্ব নিয়েছে আগমনির বার্তা বয়ে আনার 

 বাতাসে দোল খাওয়া কাশফুল গুলো

শুরু করেছে মায়ের আরাধনা ।

একে একে সব হবে নিয়মনীতি মেনে

শুধু পুরাতন বিশ্বাস থাকবে না,

পূজো নিয়ে কত মাতামাতি

ঝিমিয়ে পড়া আনমনা মন হারিয়ে যায়,

 অজানা আশঙ্কায় ।


কাছাকাছি হয়েও মানুষে মানুষে বাড়ছে

অবিশ্বাসের মেলামেশা,

অনভ্যাসের দুরত্বে,

হয়তো বা ভাগ হবে ভালোবাসা  ।


তবু ঢাকের তালে,ধুনুচি নাচে 

মায়ের চরণে জমায়েত হবে ফুল-বেলপাতা

অফুরন্ত অবসরে সারাদিন মান

অজস্র মানুষ নোয়াবে মাথা।

চেনা অচেনার ভীরে   তাই

অনুভুত অন্তর করে প্রত্যাশা ,

অসীম আগ্রহে. দুরে দাড়িয়ে থাকা মানুষটি

পাবে বেঁচে থাকার আশা ।।


মিনতি রায়

ধুপগুরি, জলপাইগুড়ি

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post