আমি চাই ।। তন্নিকা নাইচ



আমি চাই ,

তোমার আমার প্রথম দেখা হবে

ঠিক হিমু রূপা সাজে 

একগুচ্ছ গোলাপ নিয়ে ভালোবাসি বলে।


আমি চাই,

আমাদের দেখা টা হবে চায়ের কাপ হাতে,কোনো এক বসন্ত বিকেলে ।

অথবা কোনো এক পালতোলা নৌকায়

কিংবা কোনো হুট তোলা রিক্সায় ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post