হেমন্তের নবান্ন শেষে
শীতের আমেজ আসে যেন
বাতাসের গাঁ ঘেঁষে ঘেঁষে।
রাত্রি ভরা শিশিরের কণা
প্রভাতে মেলে কুয়াশার ফণা,
জড়িয়ে নেয় মানুষ তখন
নিজেকে উষ্ণ গরম চাঁদরে,
শীতকাল ঠান্ডায় পোড়ায় অতি আদরে।
আগুনের তাপে তাই
কেটে যায় শীত,
প্রভাতে সোনার রবি
হাসে ফিক ফিক।
হরেকরকম পিঠার পশলা
খেজুর রসের গুড়
সরিষা ফুলের দৃষ্টিনন্দন সৌন্দর্য
মনের শহরকে রাখে ফুরফুর।
সাদিয়া আফরোজ, শিক্ষার্থী, বাংলা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।