আনিছুর রহমানের চোখে শাহাজাদা বসুনিয়ার চন্দ্রা-মণি


চন্দ্রা –মনি গল্পটি একাট ঐতিহাসিক পটভূমির উপর লেখা উপন্যাস। এক ভাগ্যহৃত নারী ও তার সন্তানদের জীবন সংগ্রামের নিষ্ঠুর ঘটনা প্রবাহ নিয়ে রচিত।
 
লেখক তৎকালিন দুর্বল  সমাজ ব্যবস্থা,  বৃটিশ শাসন, কুসংস্কার, বৃটিশ বিরোধী আন্দোলন, নারীর প্রতি সামাজিক বৈষম্য , অনাচার ইত্যাদি তুলে ধরেছেন।
অন্ধ মোল্লাদের প্রতি সমাজের মানুষের অগাধ ভক্তি এবং নিরক্ষরতা গল্পের ঐতিহাসিক সন্ধি বহন করে ।যেহেতু লেখক ঐতিহাসিক লেখা হিসেবে উপস্থাপন করেছে সে হিসেবে স্থানগত অজানা পাঠকের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম । তারপরও ইমাম সাহেবের ছেলে উমরের এই ধরনের চরিত্র ফুটিয়ে তোলা পাঠককে প্রশ্নের মুখে দাঁড় করায়।

জোসনার প্রেম, বিয়ে, তার বাবার নদীতে নিখোঁজ অনেক বছর পর গুপ্তচরদের অপ্রয়োজনে ফিরে আসা, চন্দ্রার পতিতার পর্যায়ে চরিত্র রুপায়ন পাঠককে বাস্তবতার দিকে সন্দেহপ্রবন করে তোলে ।
সব মিলে চন্দ্রা-মনি চমৎকার একটি গল্প যা পাঠকের তৃপ্তি করার ক্ষমতা রাখে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।