শরতের পরে শূন্যতা রুক্ষতার মাঝে জন্ম হয় হেমন্তের
সকালে ঘাসের শিরে ধানের শিষে
রবির প্রথম আলোয় উপচে পড়া শিশিরস্নাত মায়াবী রূপ
নিষ্পাপ নির্মল রাতের আকাশে জোছনা ঢেলে দেয় সুখের পরশ
সোনালী ধানের সম্ভারে আর সুঘ্রাণে মেতে ওঠে প্রকৃতির মাঠ প্রান্তর
আবছা কুয়াশায় ঢেকে যাওয়া মাঠঘাট জানান দেয় শীতের পূর্বাভাস...
হৈমন্তিক আবেশে ঝরে পড়া সুখ
পরতে পরতে মিশে যায় মনের পাপড়িতে
হেমন্তের হিম জানে কতটুকুন সুখ লেখা থাকবে হৃদয়ে জোয়ারের জলে...৷
পলাশ দাস
আমতা ,হাওড়া
পশ্চিমবঙ্গ ,ভারত