বন্দর ।। হর্ষময় মণ্ডল

 
রেখার ছলছলে চোখে ভাসছিল
স্বপ্ন বোঝাই জাহাজ

আমার আড়ষ্ট  হয়ে আসার শরীর দেখে স্বপ্নভঙ্গের আশঙ্কায় শিহরিত হয়ে

সাঁতারে অপটু মানুষকে জলে ফেলে দিলে
যেমন খাবি খায় বাঁচার জন্য 
আমি সেভাবেই বলি  - এইতো আমি 

তবুও আমার চোখে ভেসে রইল 
এক অবলম্বনহীন শূন্যতা

এখানে ভাগ হয়ে গেছে আকাশ 
দুদিকেই ভাসছে  চাঁদ, তারা, ছড়ানো মেঘ
আমি টলমল করি কোন ভাগে যাবো!

বড়জোড়া, বাঁকুড়া।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।