রেখার ছলছলে চোখে ভাসছিল
স্বপ্ন বোঝাই জাহাজ
আমার আড়ষ্ট হয়ে আসার শরীর দেখে স্বপ্নভঙ্গের আশঙ্কায় শিহরিত হয়ে
সাঁতারে অপটু মানুষকে জলে ফেলে দিলে
যেমন খাবি খায় বাঁচার জন্য
আমি সেভাবেই বলি - এইতো আমি
তবুও আমার চোখে ভেসে রইল
এক অবলম্বনহীন শূন্যতা
এখানে ভাগ হয়ে গেছে আকাশ
দুদিকেই ভাসছে চাঁদ, তারা, ছড়ানো মেঘ
আমি টলমল করি কোন ভাগে যাবো!
বড়জোড়া, বাঁকুড়া।