মন হারিয়ে যেতে চায় ।। শিবানী দাস

 

নীরব থাকা মানে 

নীরব মানে কেউ সঠিক ,
সময়ের জন্য অপেক্ষা করছে।
নীরব থেকে কখনও কখনও কেউ,
ঝড়ের সাথে লড়াইয়ের শক্তি যোগায়। 
 নীরব থাকা মানে তুমি দুর্বল নও।
নীরব থাকা মানে তুমি অবুঝ তাও কিন্তু নয় ।
নীরব থাকা মানে তুমি বোকা নও।
নীরবতা কখনও কখনও সম্পর্ক্যগুলোকে
টিকিয়ে রাখতে সাহায্য করে ।
নীরবতা অনেক সময় ব্যাথা - 
বেদনাকে চেপে রাখতে সাহায্য করে ।
নীরবতা অনেক সময় সম্মতি জানায় ।
নীরবতা কবির কলমে লেখা যোগায় ।

মন হারিয়ে যেতে চায় 

মন হারিয়ে যেতে চায় ,
                দুর অজানায় ।
কোনো এক অজানা পরিবেশে ,
                  তোমার সাথে l
ঘরে থাকতে চায় না এ অবুঝ মন ,
             শোনে না কোনো বারণ ।
আমার এই গহীন মনে ,
                   শুধু তোমাকে খোঁজে ।
আমার জীবনে এইটুকু আশা ,
             শুধুই তোমার ভালোবাস ।

ক্যানিং দক্ষিণ ২৪ পরগনা 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।