নারী নদী, সমুদ্র নয় ।। নাজমুল হুদা পারভেজ


মানুষের শরীরের পানি লবণাক্ত-

কান্নার জলদেহ ঝরা ঘাম এবং রক্তের স্বাদসবই।
সমুদ্রের জলও লবণাক্ততাই অজানা প্রবৃত্তি মানুষকে-
বারবার টেনে নিয়ে যায় সমুদ্র কিংবা নদীর কাছে।
যদিও নদী  সমুদ্র এক নয়পৃথক বৈশিষ্ট্য আছে।
যারা সমুদ্রের কাছে যেতে পারে না-
তারা ছুটে যায় নদীর কাছে,নদীতেই খোঁজে-
সমুদ্রের জলের লবণাক্ততাখোঁজে নীল জল।
কোন কোন কবির কবিতার উপমায় কিংবা তুলনায়
কবিতার পংক্তিমালায় নারী যদিও হয়ে ওঠে নদী।

একজন নারীর চোখে সমুদ্র খুঁজতে গিয়ে
ওর চোখের কৃত্রিম জল দেখে ভেবেছিলাম,
সত্যিই বুঝি সমুদ্র  নদীর মাঝে-
লবণাক্ততার অদৃশ্য কোন মেলবন্ধন আছে।
ওর চোখে চোখ রেখে দেখলাম-
ওর হৃদয়ে সমুদ্রের মতোই গভীরতা আছে,
বুঝলামওর চোখের জলেও লবণাক্ততা আছে।
কিন্ত বিশাল এক পার্থক্য খুঁজে পেলাম,
সমুদ্রের জল নীল আর ওর চোখের জল ঘোলাটে।

সমুদ্রের বিশালতা সীমাহীন আকাশ ছুঁয়ে যায়
কিন্ত ওর হৃদয় নদীর মতোই ছোট  বহমান।
ওকে সমুদ্র ভেবেআমি তাই ভুল করলাম,
কারণ  আমাতে স্থির থাকল না।
একদিন নদীর জলের মতোই বয়ে গেল অজানায়,
অবশেষে বুঝলামওর রক্ত লাল  রং টা ঘোলাটে বলেই-
 মানুষঅতি সাধারণ মানুষ।
আর মানুষ বলেইওর চোখের জলে প্রতারণা আছে,
মানুষ বলেইনদীর জলের মতো রং বদলায় প্রতিনিয়ত।
 চিরকালই নদীবদলে যাওয়া নদী,রং বদলানো নদী,
তাই আমৃত্যু  বেঁচে থাকবে আমার হৃদয়ে-
নদী হয়েসমুদ্র হয়ে নয়।
উপলব্ধিতে আমার কবিতার পংক্তিমালায় লিখে যাব
নারী সব সময়ই নদীকখনই নারী সমুদ্র  হতে পারে না।



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।