শতকোটি ফুলে ।। আরণ্যক বসু


বন্ধু , বন্ধু, বঙ্গবন্ধু , অন্তবিহীন সুর ; 
জয় বাংলার ঢেউ-উচ্ছ্বাসে একশো সমুদ্দুর !
সামনে দাঁড়িয়ে তুমি 
পিতা ও জন্মভূমি 
হার না মানা যে জীবন, শুধুই প্রাণে-গানে ভরপুর ; 
বিভেদের মতো পাঁচিল করবো নিমেষেই ভাঙচুর ।

একটু ?  না না না , অনেক , অঢেল স্বপ্নকে বুনে যাই ;
হে চিরবন্ধু , মহাজাগরণে তোমাকেই যেন পাই ।
তুমি নও ছবি শুধু
তুমি নও মরু ধু-ধু
বুকের বাঁদিকে কৃষ্ণচূড়া তো কবিতাই লেখে তাই !
তোমার জন‍্য , প্রাণের মিছিলে বাংলার বোন , ভাই ।

একদিন যেন বেদনা ঘুচিয়ে বুকে ডেকে নেয় প্রীতি ,
ময়দানে , মাঠে, কথায়-শপথে তোমারই তো উদ্ধৃতি।
যেন বাংলায় বাঁচি
ঢেউয়ের মাথায় নাচি
ভালোবাসা যেন মুছে দিয়ে যায় , সন্ত্রাস-ভয়-ভীতি।
শতকোটি ফুলে , মানুষে-মানুষে সম্প্রীতি,সম্প্রীতি।

                      
              আরণ‍্যক বসু  
            ১৬ই ডিসেম্বর,২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।