মধ্য রাত,আকাশে তারা জ্বলে,
বাতাস এসে, ঘুমাতে বলে
মন বলে তাকে তোমার ছোঁয়াতে
তারা ভরা আকাশ দেখে
ঘুম কি আসে
ঝিঁঝিঁর বাঁশির সুরে
চারদিক ঘুমিয়ে পড়েছে
ঘুমানো গাছ গুলোর
মাটিতে পড়ে থাকা পাতায় হেটে চলা
ঝরা পাতার মর মর শব্দে আমি একা
মিটিমিটি আলোর দেখা
এই তো জোনাক পোকা
কে বলে আমি একা
এই মধ্যরাতে
হাসনাহেনা ফুলের ঘ্রাণে
নৈঃশব্দ্য ঘ্রাণে মন কাড়ে
নিরবে হুতুম পেছা ডাকে
জোনাক পোকা মিটিমিটি আলোয়
মুগ্ধতায় প্রাণ জুড়ায়
রাতের নৈঃশব্দ্য পরিবেশে
খেক শিয়াল ডাকে
যেন ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করে
একলা একা চাঁদটি আকাশে,
চাঁদের আলো বলে আমায়
হে রাতের সৌন্দর্য্য উপভোগ কারী,
ঘুমিয়ে যাও তাড়াতাড়ি
আমরা তোমাদের ঘুম পাড়াতে জাগি
পাখির বাসায় পাখিদের মতো
চাঁদের আলোয়,চোখ দুটি ঘুমিয়ে যায়
বাতাসের স্নিগ্ধতায় কুড়ে ঘরের বিছানায়
রেজাউল করিম(সাকিব)
শিক্ষার্থীঃকুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
সদস্যঃবাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম
Coin Casino | Best No Deposit Bonuses for 2021
ReplyDeleteWhat are Coin Casino No Deposit Bonuses? Learn what's the 바카라사이트 best no deposit bonus for 2021 카지노 and find the 인카지노 best no deposit casinos for 2021!