ডিসেম্বরের জয়ে ।। শাজাহান কবীর শান্ত


করতে পারি গড়তে পারি
লড়তে পারি দেশে
অনেক ত্যাগে জয় এখানে
আনতে পারি হেসে।

রাজাকারের গলার টুটি
ধরতে পারি হেসে
দেশের হয়ে আরেকবারে
মরতে পারি এসে। 

দেশের ছবি আঁকতে হাতে
তুলতে পারি তুলি
শত্রু এলে অস্ত্র হাতে
ছুঁড়তে পারি গুলি।

এসব পারি বিধায় এখন
টলি না আর ভয়ে
মুক্তভাবে হাসি-কাঁদি
ডিসেম্বরের জয়ে।

শাজাহান কবীর শান্ত
প্রযত্নে- মোঃ ছুরমান মৃধা 
গ্রাম- চাতরা, ডাক- মৌতলা,
কালিগঞ্জ, সাতক্ষীরা 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post