৭১- এর শকুন বাঙালির রক্ত গঙ্গায় তোমার ঠোঁট ভিজিয়েছ,তোমার নিষ্ঠুর দন্তপাটিতে ধর্ষিতা বোনের অধর ঠুকরেছো,তোমার মহাভোজের আয়োজনে করেছো শুধু বাঙালির মৃতশব খাদ্য! যন্ত্র বসানো চোখে তুমি দেখেছ বাঙালির মৃত স্তূপের মানচিত্র। মায়ের কোল হারানো স্তনপায়ী শিশুর আর্তনাদ; পরিনামে রক্তাক্ত মেঝে,ছোট্ট কাটা আঙুল, থ্যাতলানো মাথা, ন্যাংটা কোমল নিতম্ব, ধর্ষণ সওয়া মায়ের ঘৃনা ভরা মুখ, বিবস্ত্র স্তন,রক্তভেজা যোনিদ্বার আর ভয়ার্ত এক খাবলা চোখ খাদ্য হয় তোমার ঠোটে। গুলিবিদ্ধ কিশোর মনিরের কোনমতে বেঁচে উঠবার দুর্বার আকুতি
কাগজের পতাকা ভরা জামার পকেট, স্বাধীনতার স্বপ্ন ছোঁয়া নিষ্পাপ স্বপ্নীল চাহনি রাঙা চোখ আর দেশপ্রেম ভরা ছোট্ট বুকের পাঁজর ঠুকরেছ তুমি ৭১- এর শকুন, তবুও রক্তবীজ বাঙালিরা দেশপ্রেম নিয়ে আজও বেঁচে আছে।
১৯/১২/২০২১ খ্রিঃ রবিবার।
জীবন্ত ইতিহাস
ReplyDelete