পথিক ।। স্বপন কুমার মোহন্ত


একাকীত্বতায়
ভূমিহীন জগতে -
শৈশব থেকে বার্ধক্যের দিকে, 
তিনপায় হেঁটে চলার চেষ্টা......

সমান্তরাল রেখায়-
পিতা-মাতা থেকেও
জ্বলন্ত অনুপস্থিতি অনুভবে, 
নিজের আমিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টায়
চলেছি অনন্তের পানে......

তবুও পথিক আমি পথ হারিয়ে
জীবন দিয়ে অনুভব করেছি-
নৈঃশব্দকে স্বাগত জানতে,
সুস্মিতাকে এড়িয়ে
একাকীত্বকে অনুভব করে চলেছি.....

মনের গহীন ভুবনে
জীবন দিয়ে অনুভব করেছি,
সুখের সাময়িক অনুপস্থিতিকে কষ্ট বলেও
নিজের আমিত্বটাকেই খুঁজেছি !

আলোর অনুপস্থিতিটাই অন্ধকার বলে
যদিও জীবনের গতি হ্রাস পাচ্ছে,
তবুও পথিক আমি  লক্ষ্যপানে
জীবনের পথে ছুটে চলছি.........

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।