বিজয় মানে ।। মেছবাহুল হাছান রানা


বিজয় মানে লাখ শহিদের রক্ত নদের ঢল,
বিজয় মানে সন্তানহারা মায়ের অশ্রু'জল।
বিজয় মানে ঝাঁঝরা বুকে মুক্তি লাভের আশ,
বিজয় মানে নরক-জ্বালা বাপ-ভাইয়েদের লাশ।

বিজয় মানে সাতশ নদীর কান্না-করুণ শোক,
বিজয় মানে পাক বাহিনীর খুন রাঙা লাল চোখ।
বিজয় মানে আলবদরের মুখ লুকানোর ক্ষণ,
বিজয় মানে বীর জনতার দেশ বাঁচানোর পণ।

বিজয় মানে রক্তবারি অশ্রু দিয়ে শোধ,
বিজয় মানে উৎপীড়নের কণ্ঠ ও শ্বাস রোধ।
বিজয় মানে বধ্যভূমির থমথমে কাল রাত,
বিজয় মানে কাল নাগিনীর তীক্ষ্ণ-ভয়াল দাঁত।

বিজয় মানে আমার বোনের বাঁচার অধি'কার,
বিজয় মানে বীর শহীদের গলায় সোনার হার।
বিজয় মানে মজলুমেদের বৈরি রোখা ঢাল,
বিজয় মানে খুন রাঙা দেশ রক্তে লালে লাল।

মেছবাহুল হাছান রানা
শিক্ষাপ্রতিষ্ঠানঃ রংপুর সরকারি কলেজ,রংপুর 
শ্রেণিঃএকাদশ
বিভাগঃ বিজ্ঞান

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।