স্বাধীন সোনার দেশে ।। মোছাঃ শারমিন খাতুন


সাতচল্লিশে হাত মেলালো 
পাকবাহিনী এসে,
চব্বিশ বছর শোষণ করে 
অধিক ছদ্মবেশে।

পূর্ব বাংলার সম্পদ লুটে
মুখে অট্ট হেসে,
শাসন নামের যাতা- কলে
সদাই যেন পিষে !

শেখ মুজিবের নির্দেশনায়
ঝাপিয়ে পড়ে সবে,
জীবন মরণ লড়াই করে 
স্বাধীন হতেই হবে ।

নয়মাস যাবৎ লড়াই করে
ফিরে বীরের বেশে,
লাল- সবুজের নিশান ওড়ে
স্বাধীন সোনার দেশে।

নাম: মোছাঃ শারমিন খাতুন
শিক্ষাপ্রতিষ্ঠান: ঢাকা বিশ্ববিদ্যালয়
বিভাগ : পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।