অবাধ বিচরণ ক্ষেত্র ।। পরমেশ্বর গাইন



চলো পাহাড়ের শিখরে দাঁড়িয়ে
দেখি নীচের নগ্নতা
আতস কাঁচে চোখ রেখে
যদি পাই তার শৈল্পিক দক্ষতা।

চিনে নেবো পূর্ব অভিজ্ঞতায়,
লালসায় লালিত লবনাক্ত রসে
শরীরের গন্ধে স্বজাতীকে
অস্ফূটে আলিঙ্গনের অভিলাষে।

যুধিষ্ঠিরের নিঃশ্বাসে শকুনিরা
নরকের গহরে গহরে কঙ্কালে
অদৃশ‍্য আত্মায় পঞ্চত্বের পথ চেয়ে
জাগ্রত তমসার অন্তরালে।

আমরা কম, কমতি নই
মুখ মুখোশে বিস্তর পরিসরে
চকচকে আসরে বিভোরে
সাজানো আরো উলঙ্গ নগ্নতারে।

চলো আঁকা ছবিতে শুধু রঙ দিয়ে
দেখি নব শকুনির স্বরুপে কোন জনে
প্রলয়ের ডালিতে ভক্তি রসে
মেতেছে সততা বির্সজনে।

মুখোশগুলো নড়ে যায় যায় প্রায়
বেহুলার নিঃশ্বাসে গাঙুড়ের জলে
শয়াম্ভু সভায় ভীতু বিশ্বকর্মার ব্রাত‍্যে
বিদায়ের বার্তা আগত হেলে দুলে।

চলো পাহাড়ে পর্বতে গিরি খাদে
সেখানে বাতাস কম
কথা নেই চাবুকের মতো
মাথায় আকাশ মনোরম।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।