ইমনে ইমনে বাজো ।। আরণ‍্যক বসু

 

যা চেয়েছি সে তো হয়নি হয়নি আজও
তবু শালবন ঝরাপাতা হয়ে সাজো
দিনের শেষে যে রাত
হাতের অতলে হাত
‌শূন‍্যতা , তুমি ইমনে ইমনে বাজো

মহাকাশ, মোছো রিক্ত শাখার লজ্জা
মহাকাশ, মোছো...

যেটুকু চেয়েছি , না হয় নাইবা পেলাম
বনজোছনায় তবু তো ডুবতে এলাম!
মাটিতে জীবনানন্দে
অন্তর্লীন ছন্দে
এই একা আমি কোটিতে ছড়িয়ে গেলাম!

ভালোবাসা, মোছো রক্তপাতের লজ্জা
ভালোবাসা, মোছো...

যা পেয়েছি শুধু তাকেই ডাকবো মুকুলে
তোমার চিবুকে,ভরা জীবনের দুকূলে
একটা কাগজ-কলমে
বুঝুক সবাই যা বোঝে
চুমু দিও শুধু শ্মশান চিতায় শুলে

নীলাকাশ, মোছো সব দীনতার লজ্জা
নীলাকাশ, মোছো ভীরু ম্লানতার লজ্জা

যা চেয়েছি, সে তো থেকে গেলো অধরায়!
তবু বনদেবী ফাল্গুন হতে চায়...

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post