শীতে ভরপুর ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 

পোউশ-মাঘে বাংলাদেশে
হাড় কাঁপুনে শীতে,
মানুষ পশু-পাখি গাছের 
শীত লাগে ভাই তিতে।
গাঁও গেরামের সকল গাছি
শীতে খেজুর গাছে,
রসের তরে বাটাল দিয়ে
গাছের মাথায় চাঁচে।
শাক-সব্জি ধান চাষ করে সব
কৃষক মাঠে মাঠে,
সোনার ফসল বিক্রি করে
গাঁও গেরামের হাটে।
রসপিঠা আর ভাঁপা চিতোই 
বানায় মিশে গুড়ে,
শাক-সব্জি ফল আমার দেশে 
শীতে রয় ভরপুরে।। 

(শীতে ভরপুর ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর) 
ঠিকানাঃ গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ। 
C/O : নুরু মুন্সি 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post