শীতে ভরপুর ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর

 

পোউশ-মাঘে বাংলাদেশে
হাড় কাঁপুনে শীতে,
মানুষ পশু-পাখি গাছের 
শীত লাগে ভাই তিতে।
গাঁও গেরামের সকল গাছি
শীতে খেজুর গাছে,
রসের তরে বাটাল দিয়ে
গাছের মাথায় চাঁচে।
শাক-সব্জি ধান চাষ করে সব
কৃষক মাঠে মাঠে,
সোনার ফসল বিক্রি করে
গাঁও গেরামের হাটে।
রসপিঠা আর ভাঁপা চিতোই 
বানায় মিশে গুড়ে,
শাক-সব্জি ফল আমার দেশে 
শীতে রয় ভরপুরে।। 

(শীতে ভরপুর ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর) 
ঠিকানাঃ গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ। 
C/O : নুরু মুন্সি 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।