গতিময় আর গীতিময় ।। মোহাম্মদ শহীদুল্লাহ

 

শালীনতার বিপনি খুলেছে 
উত্তুরে আয়ন বায়ু।

বিপন্ন-বিস্ময়ের নীল সমুদ্রে
ভেতরে জল পড়ার ছন্দশীলা
ঝর্ণা এক।
সিন্থেটিক শব্দের কারুকাজে
এপার্টমেন্ট সাজিয়ে অপেক্ষায় আছে
অনগ্রসর মানুষ। 
আবহমান নদীর গায়ে তবু
সহনীয় পর্যায়ের সরব ঢেউ।

পাকস্থলীর অন্দরে যৌথ মহড়া,
বিশুদ্ধ ক্লোমরসের মিনিমাম ডোজ
ডাক্তারের অকাট্য নির্দেশনা,
পোস্টারে পোস্টারে অবগুন্ঠন।

নিয়মিত পথসভায় ঘোষণা দিয়েছে
ওরা----
আগাম ফসলে চাই তার প্রতিশ্রুতি, 
অকাতরে উঁকি দিয়ে  যায়
যুগের
প্রশান্তি। 
চিল-শকুনের টকশোতে
সরব কবিবৃন্দের ব্যাগের ভেতর
অনাবিষ্কৃত আরেক পৃথিবী।

(গতিময় আর গীতিময় ।।  মোহাম্মদ শহীদুল্লাহ)
--------
ঠিকানা, প্রগতি হোমিও ফার্মেসী,
শ্যামগঞ্জ বাজার ময়মনসিংহ


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।