পূর্বরাগ ।। ধরিত্রী রায়



দীর্ঘ প্রতিক্ষার পর কোনো এক সময়ে হয়তোবা ঘটে যাবে পূর্বরাগ ।
সেদিন আর থাকবে না কোনো অভাব
থাকবে শুধুই অভিযোগ,
একরাশ অভিযোগ... 
হৃদয় জুড়ানো একমুঠো ভালবাসার অভিযোগ ।
সেদিন হয়তোবা থাকবে না তোমার আমার মাঝে দেওয়াল, 
জীবন উপত্যকার ঠোঁটে; খাপছাড়া কত কথা পূর্ণতা পাবে ।
  জ্যোৎস্না রাতে ছাতিম ফুলের মাদকতা গন্ধে,,
জীবনের সমস্ত ক্ষত ম্লান হয়ে অপূর্ণ হৃদয় পূর্ণতা পাবে।

নাম -ধরিত্রী রায়
গ্ৰাম+পো- খগেনহাট, আলিপুরদুয়ার (ভারত)। 

6 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post