আনলো যারা ভাষা
বাংলা ভাষার জন্য রে ভাই
ভাষা আন্দোলনে,
মিছিল মিটিং করেছিলো
দেশের জনগনে।
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান
সকল ছেলে-মেয়ে ,
লড়েছিলো ভাষার তরে
হাজার বাঁধা পেয়ে।
রফিক সালাম জব্বার বরকত
পেতে মায়ের বুলি,
বুকে ধারন করে হাজার
পাক হায়েনার গুলি।
রক্ত দিয়ে জীবন দিয়ে
আনলো যারা ভাষা,
তাঁদের তরে হাজার সালাম
হাজার ভালোবাসা।।
বাংলা ভাষা
বাংলা আমার মুখের বুলি
বাংলা মায়ের ভাষা,
বাংলা ভাষা বিশ্বে পড়ুক
ধনী কিংবা চাষা।
বাংলা ভাষায় পড়ি লিখি
বাংলায় বিশ্ব চিনি
বাংলার তরে জীবন দিলো
তাদের কাছে ঋণ'ই।
বাংলা ভাষায় আছে কোটি
গান কবিতা ছড়া,
বাংলা ভাষায় নোবেল পেলো
জানে বিশ্ব ধরা।
সারাবিশ্বে বাংলায় গান গায়
একুশ ফেব্রুয়ারি,
মর্যাদায় সব স্বরণ করে
শিশু-কিশোর নারী।।
রোহান সোনা
চাঁদের মতোন মুখটি তাহার
নয়ন দুটি কালো,
সোনা রঙের দেহ খানি
দেখতে লাগে ভালো।
রোহান সোনা মাঝে মধ্যে
তাকায় মিষ্টি করে,
করলে প্রসাব পায়খানা সে
নড়াচড়া করে।
ঘুমের মাঝে রোহান সোনা
দিলে মুচকি হাসি,
সুখ পায় তার বাবা মায়ে আর
সুখ পায় দাদি মাসি।
আমরা সবাই দোয়া করি
রোহান সোনার জন্য,
সত্য পথে বেড়ে উঠে
জীবন করুক ধন্য।
বড়ই
রহিম শেখের বাড়ির পাশে
উচু বড়ই গাছে।
পাতার নিচে থোকা থোকা
বড়ই ধরে আছে।
রসে ভরা টকটকে লাল
দেখে বড়ই খোকা
খাবার তরে সব সময় তার
মাথায় ঘোরে পোকা।
বড়ই পাড়তে ফন্দি আটে
শিশু-কিশোর মিলে,
রহিম শেখের বড়ই পাড়ে
সবাই ঢিলে ঢিলে।
(রোহান সোনা ।। মুহাম্মদ আলম জাহাঙ্গীর)
ঠিকানাঃ গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।
C/O : নুরু মুন্সি