জন্মক্ষেত্র ।। ভজন কুমার বিশ্বাস

ভারত মোদের জন্ম ভূমি
          মা, বাংলা দরদিনী
          উত্তর বঙ্গ জন্ম ক্ষেত্র -
      ‌ মোদের মায়ের কোল খানি।

নানা ভাষার উত্তর বঙ্গ, নানা পরিধান
লোকগাঁথা সংস্কৃতি, গাই ঐক্যের গান
নটুয়া তিহার দশৈ টিকা, উত্তর বঙ্গের কৃষ্টি
রাম নবমী দশেরা ছাট আছে জামাই ষষ্ঠী
জাত ধর্ম কী বুঝিনা, আমরা ভাই ভগিনী।

জলদাপাড়া গরুমারা কুলিক বিটিয়ার
লীলাক্ষেত্র : পাখি সর্পিল যতেক জানোয়ার
তরাই ডুয়ার্স চায়ের খনি, বাংলা মায়ের চোখের মনি
তাল দিয়ারা বরেন্দ্রভূমি, উত্তরে পর্বতরানী
সানন্দে বইছে তিস্তা মহানন্দা তোর্ষা কালজানী।

প্রানের ভাষায় মাটির সূরে গাই ভাওইয়া গান
বোডো গানের মনকারা সূর, জুড়ায় সবার প্রান
বাগান নাচে তাগধিনাধিন মাদলিয়া সূরে
নজরুল রবি শ্যামা বাউল সবার অন্তরে অন্তরে
সন্ধায় সেথায় সন্ধ্যারোতি, ভোরে আজান শুনি।
___
    ভজন কুমার বিশ্বাস
    জলদা পাড়া
    আলিপুরদুয়ার
পিতা - মধুসূদন বিশ্বাস
মাতা - লক্ষী বিশ্বাস 
পেশা - স্কুল কেরানি 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।